এসএসসি

এসএসসি ২০২১ সময়সূচি ডাউনলোড – SSC Routine 2021 Download

এসএসসি ২০২১ রুটিন ডাউনলোড

এসএসসি পরীক্ষা ২০২১ আগামী ১৪ই নভেম্বর ২০২১ শুরু এবং ২৩-এ নভেম্বর ২০২১ এ শেষ।

গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ২০২১ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়। এর ঠিক কিছুদিন পরেই ৭ই অক্টোবর ২০২১ তারিখে পরীক্ষার মানবণ্টন এবং সময় সম্পর্কিত নিরদেশনা প্রকাশ করা হয়।

এই সময়সূচী অনুসারে শুধুমাত্র নিম্নোক্ত বিষয়সমূহের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয় সাবজেক্ট কোড
পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১৩৬
রসায়ন (তত্ত্বীয়) ১৩৭
উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২৬
জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১৩৮
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ১৫৩
শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) ১৩৩
ভূগোল ও পরিবেশ ১১০
পৌরনিতি ও নাগরিকতা ১৪০
অর্থনীতি ১৪১

প্রত্যেক শিক্ষার্থী নিজ বিভাগের আবশ্যক বিষয় গুলোর পরীক্ষায় অংশগ্রহন করবে। চতুর্থ বিষয় এর পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না এবং অন্যান্য আবশ্যক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। 

এসএসসি পরীক্ষা ১৪ই নভেম্বর ২০২১ শুরু এবং ২৩-এ নভেম্বর ২০২১ এ শেষ।

পরীক্ষার বিশেষ নির্দেশাবলি :

  • পরীক্ষার সময় ০১ঘন্টা ৩০ মিনিট।
  • নৈর্বত্তিক  এবং লিখিত উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  • সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:
    1. সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
    2. সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
    3. সকাল ১০.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।
  • দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
    1. দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
    2. দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
    3. দুপুর ০২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।

SSC Routine 2021

এসএসসি রুটিন ২০২১ ডাউনলোড

1F84ZKA

পরীক্ষা সংক্রান্ত আরো কিছু নির্দেশনাঃ 

  • কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার সময় ০১ঘন্টা ৩০ মিনিট।
  • পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
  • ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নোটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ্‌ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা(নোটবুক) এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  • পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে৷ কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।\
  • পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতা(নোটবুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায়
    অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক(তত্বীয়), বহুনির্বাচনি ) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে । প্রোগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না।
  • কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোনস্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার
    করতে পারবেন।
  • সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। |

 

পরীক্ষার রুটিন পিডিএফ ডাউনলোড করুনঃ

এসএসসি ২০২১ রুটিন ডাউনলোড পিডিএফ

SSC 2021 Routine PDF Download

 

Back to top button