এসএসসি

এসএসসি ২০২১ নম্বর বিভাজন – SSC 2021 Marks Distribution

এসএসসি ২০২১ মানবন্টন

৭ই অক্টোবর ২০২১ তারিখে এসএসসি ২০২১ নম্বর বিভাজন – SSC 2021 Marks Distribution সম্পর্কিত নিরদেশনা প্রকাশ করা হয়।

এসএসসি পরীক্ষা ২০২১ আগামী ১৪ই নভেম্বর ২০২১ শুরু এবং ২৩-এ নভেম্বর ২০২১ এ শেষ।

গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ২০২১ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়। এর ঠিক কিছুদিন পরেই ৭ই অক্টোবর ২০২১ তারিখে পরীক্ষার মানবণ্টন এবং সময় সম্পর্কিত নিরদেশনা প্রকাশ করা হয়।

এই সময়সূচী অনুসারে শুধুমাত্র নিম্নোক্ত বিষয়সমূহের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয় সাবজেক্ট কোড
পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১৩৬
রসায়ন (তত্ত্বীয়) ১৩৭
উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২৬
জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১৩৮
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ১৫৩
শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) ১৩৩
ভূগোল ও পরিবেশ ১১০
পৌরনিতি ও নাগরিকতা ১৪০
অর্থনীতি ১৪১

প্রত্যেক শিক্ষার্থী নিজ বিভাগের আবশ্যক বিষয় গুলোর পরীক্ষায় অংশগ্রহন করবে। চতুর্থ বিষয় এর পরীক্ষায় অংশগ্রহন করতে হবে না এবং অন্যান্য আবশ্যক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। 

এসএসসি পরীক্ষা ১৪ই নভেম্বর ২০২১ শুরু এবং ২৩-এ নভেম্বর ২০২১ এ শেষ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড – ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্রযাম/বরিশাল/ সিলেট/দিনাজপুর/ময়মনসিংহ

এসএসসি পরীক্ষা -২০২১ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা:

SSC 2021 Marks Distribution

পরীক্ষার সময় :০১ঘন্টা ৩০ মিনিট (MCQ/নৈর্ব্যত্তিক ১৫ মিনিট ও CQ/রচনামুলক ০১ঘন্টা ১৫ মিনিট)

  • বিজ্ঞান বিভাগের ৪ টি সাবজেক্টঃ পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতরগণিত, জীববিজ্ঞান এ

২০ মার্ক লিখিত এবং ১২ মার্ক  নৈর্বত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় মার্ক  ২*১০ =২০ এবং  নৈর্বত্তিক অংশে                মার্ক  ১২। মোট ৩২ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ২০ মার্ককে ৫০ এ এবং  নৈর্বত্তিক ১২ মার্ককে ২৫ এ রুপান্তর                করে রেজাল্ট প্রকাশ করা হবে।

  • মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগের বিষয় গুলিঃ হিসাববিজ্ঞান,  ব্যবসায় উদ্যোগ,  ফিন্যাগ ও ব্যাংকিং,  বাংলাদেশের  ইতিহাস,  ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা,  অর্থীতি তে
    ৩০ মার্কের লিখিত এবং ১৫ মার্কের নৈরবত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ৩*১০ = ৩০ এবং ১৫ টি নৈরবত্তিক প্রশ্ন উত্তর করতে হবে। লিখিত ৩০ মার্ককে ৭০ এ এবং নৈর্বত্তিক ১৫ মার্ককে ৩০ এ রুপান্তর করে রেজাল্ট প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষা ২০২১ এর নম্বর বিভাজন দেখুনঃ

SSC 2021 Marks Distribution:

RQIqqaR

এসএসসি পরীক্ষা ২০২১ বিশেষ নির্দেশাবলি :

  • পরীক্ষার সময় ০১ঘন্টা ৩০ মিনিট।
  • নৈর্বত্তিক  এবং লিখিত উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  • সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:
    1. সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
    2. সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
    3. সকাল ১০.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ।
  • দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
    1. দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
    2. দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
    3. দুপুর ০২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ

 

এসএসসি পরীক্ষা ২০২১ নম্বর বিভাজন সম্পর্কিত  বিশেষ নির্দেশাবলি :

  •  পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নোটবুক) এর নম্বর ২৫। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নোটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক খাতা(নোটবুক) এর প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং হার্ড কপি সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা শাখায়(মাধ্যমিক) জমা দিবে।
  •  বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ২০ নম্বরকে ৫০ নম্বরে ও নৈর্বত্তিক এর ১২ নম্বরকে ২৫ নম্বরে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ৩০ নম্বরকে ৭০ নম্বরে ও নৈর্বত্তিক এর ১৫ নম্বরকে ৩০ নম্বরে রুপান্তর করে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

এসএসসি পরীক্ষা ২০২১ এর নম্বর বিভাজন ডাউনলোড (PDF)

SSC 2021 Marks Distribution Download (PDF)

 

 

আরো দেখুনঃ এসএসসি ২০২১ সময়সূচি  – SSC Routine 2021 Download

Back to top button