IIT Jahangirnagar University – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি
Jahangirnagar University IIT

IIT Jahangirnagar University – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি পরিচিতি
বাংলাদেশের প্রাচীন এবং অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের একটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ঢাকার অদূরে সাভারে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান।প্রায় ৬৯৭.৫ একর জায়গার উপর বিশ্ববিদ্যালটির অবস্থান। প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় প্রত্যেক শিক্ষার্থীর পছন্দের তালিকায় উপরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে একটি হলো দেশের অন্যতম ও প্রাচীন এই বিশ্ববিদ্যালয় ।আর সেটি যদি হয় প্রাকৃত মনোরম বেষ্টিত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজির (IIT) এর মতো সাবজেক্ট তাহলে তো আর কথাই থাকে না।
IIT কি?
-IIT মানে হলো ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি । বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং তথ্য প্রযুক্তি খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের কিছু লিজেন্ডের হাত ধরে এই ইনস্টিটিউট এর যাত্রা শুরু।
এই ইউনিটে সিট সংখ্যা ৫৬ টি সিট।
এর মাঝে ছেলে ২৮ এবং মেয়ে ২৮ ভর্তি করানো হয়।

ভর্তি পরীক্ষা:
- MCQ পদ্ধতি
- ৮০ নম্বর
পাশ মার্ক: ৩৫%
মানবন্টন:
- বাংলা–০৫
- ইংরেজি–১৫
- গণিত–৪০
- পদার্থবিজ্ঞান– ৩০
–প্রতিবছর H Unit নামে আলাদা একটি Unit এ পরীক্ষা হয়ে থাকে এই ইনস্টিটিউটের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর সাথে তুলনা করা যায় । সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যা পড়ানো হয় সেরকম কারিকুলাম ই ফলো করা এই ইনস্টিটিউটে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি?
-আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রোগ্রামিং উপর জোড় দেওয়া হচ্ছে। প্রত্যোকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব আইটি ল্যাবকে আরো উন্নত করছে , প্রোগামিং এর উপর বিভিন্ন কোর্স চালু করছে। বাংলাদেশ প্রোগামিং রিলেটেড কোর্স সমূহের মধ্যে আছে সিএসই , কম্পিউটার প্রোগ্রামিং, আইসিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইআইটি ইত্যাদি । সবগুলো কোর্স ই মূলত প্রোগামিং বিভিন্ন শাখার অন্তর্ভুক্ত। তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আইআইটি সেক্টরকে উন্নত করতে সিএসই এমনটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি নামে একটি ইনস্টিটিউট চালু করেছে ,যাতে দেশের আইআইটি সেক্টরে নিজেদের বিশ্ববিদ্যালয়কে প্রথম সারিতে দাঁড় করানো যায় । অন্যান্য বিশ্ববিদ্যালয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোর্স সাথে এই অনুষদের কোর্সের অনেকটা মিল রয়েছে। তবে উন্নত ল্যাব এবং উন্নত মানের শিক্ষক থাকায় দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের প্রোগামিং রিলেটেড কোর্স সাথে তুলনা করলে এই ইনস্টিটিউট সেরাদের তালিকায় থাকবে নিঃসন্দেহে বলা যায়।
IIT তে কেনো পড়বো?
– বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে আর নাসা,গুগল , মাইক্রোসফট, ফেসবুকে জব করার ইচ্ছে জাগেনি এরকম শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর । আর এটি এমন একটি ইনস্টিটিউট যেখানে তোমাকে নাসা , গুগল, মাইক্রোসফট এমনকি নিজেকে আইআইটি সেক্টরের প্রতিষ্ঠিত করার পথ দেখাবে ।
-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাকে আরো উন্নত করার জন্য ২০০৯ সালে ড .ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র” তৈরি করা হয়।এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিজ্ঞান গবেষণাগার। এখান থেকেই দেশের অন্যতম সেরা ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজির কার্যক্রম পরিচালনা করা হয় ।