পাবলিক বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় – University of Dhaka

du logo

ঢাকা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ঢাবি) ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৩টি অনুষদ, ৮৩টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৬টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি ছাত্রাবাস, এবং ৭টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজসহ মোট ১০৫টি অধিভুক্ত কলেজ রয়েছে। অধিভুক্ত কলেজগুলোর ভিন্ন অবকাঠামো ও কর্মকাণ্ড রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন, তন্মধ্যে রয়েছেন ১৩ জন রাষ্ট্রপতি, ৭ জন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এখানে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশ স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। এছাড়া এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়া উইকের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেয়। (সূত্র: উইকিপিডিয়া)

  • নীতিবাক্য: সত্যের জয় সুনিশ্চিত (স্লোগান: শিক্ষাই আলো)
  • ধরন: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সহ-শিক্ষা
  • আচার্য: রাষ্ট্রপতি আব্দুল হামিদ
  • উপাচার্য: অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান
  • শিক্ষার্থী: প্রায় ৩৭,০৬৪
Year of establishment 1921
Permanent campus Dhaka University, Ramna, Dhaka-1000
Vice Chancellor Professor Dr. Md Akhtaruzzaman
Pro Vice Chancellor Prof. Dr. A. S. M. Maksud Kamal (Academic), Prof. Dr. Muhammad Samad (Administration)
Treasurer Professor Mamtaz Uddin Ahmed
Registrar Prabir Kumar Sarkar
Website www.du.ac.bd
Contact Administrative Building (Ground Floor), Dhaka-1000, Bangladesh
Email vcoffice@du.ac.bd, registrar@du.ac.bd
Telephone / Mobile +88-09666911463
Fax 880-2-9667222
Back to top button